ইনিশিয়াল মেম্বারশিপ

ইনিশিয়াল মেম্বারশিপ কী?

ইনিশিয়াল মেম্বারশিপকে এক ধরণের ধাপ বা সমীকরণ মেলানো বলা যেতে পারে।

গ্যাট-পিএসএম এ সরাসরি কাউকে মেম্বারশিপ দেয়ার সুযোগ নেই। মেম্বারশিপের জন্যে এক ধরণের এসেসমেন্ট বা বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হয় মূলত প্যারেন্টস কতৃক এসেসমেন্ট রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত তথ্য ক্যালকুলেশন এর উপর ভিত্তি করে। সেখানে দুয়ে দুয়ে চার মিলে গেলে তবেই কেবল ইনিশিয়াল মেম্বারশিপ অফার করা হয়। ফলে এটাকে বাছাই প্রক্রিয়া উত্তীর্ণের ধাপ হিসেবেও ধরে নেয়া যায়।

ইনিশিয়াল মেম্বারশিপ নেয়া কি বাধ্যতামূলক?

না।

কেউ যখন গ্যাট-পিএসএম টিম কতৃক ইনিশিয়াল মেম্বারশিপ এর অফার পাবে – তার মানে তখন তার সামনে যেকোন মেম্বারশিপ নেয়ার পথ উন্মুক্ত। তিনি চাইলে সন্তানকে নিয়ে দ্রুত কাজ শুরু করার জন্য ইনিশিয়াল মেম্বারশিপের জার্নিটুকু স্কিপ করে সরাসরি সিলভার বা গোল্ড মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। অথবা ইনিশিয়াল মেম্বারশিপ নিয়ে আরও ভাল করে বুঝে শুনে স্টেপ নিতে পারেন। কারণ এর মাধ্যমে আপনি গ্যাট-পিএসএম প্রোগ্রামের ভেতরের সবকিছু ঘনিষ্ঠভাবে জানার ও নিজের সন্তানের জন্য এটি কতটা উপযোগী তা নিজেই অনুভব করার সুযোগ পাবেন।

ইনিশিয়াল মেম্বারশিপ এর জন্য টাকা নেয়া হয় কেন?

ইনিশিয়াল মেম্বারশিপ এর জন্য ৯,৪০০ টাকা পে করতে হয়। এটা ফ্রি নয় কারণ, ফ্রি হলে ‘ইনিশিয়াল মেম্বারশিপ‘ যে কারণে দেয়া হচ্ছে তার উদ্দেশ্য বা কার্যকারিতাই ব্যহত হবে। তাছাড়া ইনিশিয়াল মেম্বারশিপ এর জার্ণিতে গ্যাট-পিএসএম এর টিমকে যে ইফোর্ট টুকু দিতে হয় এ এমাউন্ট টাকে তার ফী হিসেবেও ভাবা যেতে পারে।

ইনিশিয়াল মেম্বারশিপে কী কী সুবিধা দেয়া হয়?

কাস্টমার কেয়ার সাপোর্ট – প্রোগ্রামের ভেতরের সবকিছু ঘনিষ্ঠভাবে জানার ও বুঝার প্রশ্নে কাস্টমার কেয়ারের দক্ষ টিম পাশে থাকবে এক কল বা মেসেজ দূরত্বে।

৩ খণ্ডের ই-বুক সিরিজ – যেখানে আপনি পাবেন গ্যাট-পিএসএম প্রোগ্রামের পূর্ণ কাঠামো, কার্যপ্রণালী সহ প্রাসঙ্গিক সবকিছু।

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইফটাইম এক্সেস – যেখানে অন্যান্য প্যারেন্টদের সঙ্গে সরাসরি মতবিনিময়, প্রশ্নোত্তর, মোটিভেশনাল সাপোর্ট ও এক্সপার্ট টিপস পাবেন।

সাপ্তাহিক লাইভ সেশন এক্সেস – গ্যাট-পিএসএম মেন্টরের সঙ্গে সরাসরি যুক্ত থেকে প্রতিসপ্তাহে নতুন ইনসাইট ও প্র্যাকটিক্যাল সলিউশন জানতে পারবেন।

এছাড়াও থাকছে --

Parent Knowledge Hub – একটি অনলাইন রিসোর্স সেন্টার (mini portal / drive section), যেখানে থাকবে-

  • ভিডিও
  • ইনফোগ্রাফিক
  • চেকলিস্ট
  • আর্টিকেল & পিডিএফ

সাপ্তাহিক Wellness Reminder –“এই সপ্তাহে নিজের ঘুম ঠিক রাখুন, নিজের যত্নও শিশুর যত্নের অংশ 🌸”

Monthly Family Challenge – (Best 3 Families পাবে Social Feature ও Gift) এক্সাম্পল

  • এই সপ্তাহে শিশুর সঙ্গে ৩টি গান গাইবেন 🎵
  • আজ একসাথে ফল কাটুন 🍎

Birthday & Milestone Recognition –এক্সাম্পল: প্রতিটি শিশুর জন্মদিন বা প্রগ্রেস (যেমন: নতুন শব্দ বলা, ১ মাস পূর্ণ)
কমিউনিটি পেজে “Joyful Post” ও ভার্চুয়াল কার্ড দেওয়া হবে।

Parent Story Wall –মেম্বার (চাইলে) তাদের ছোট গল্প বা অভিজ্ঞতা শেয়ার করতে পারবে GreatLeaf অফিসিয়াল ওয়েবসাইট এ।