ঢাকা বিশ্ববিদ্যালয়ে অটিজম নিয়ে যে কোর্সটি করেছিলাম, সেখানে সহপাঠী হিসেবে পেয়েছিলাম বিভিন্ন পেশাজীবীদের। যেমন- পেডিয়াট্রিশিয়ান, সাইকোলজিস্ট, থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর, স্পেশাল স্কুলের ফাউন্ডার…. ইত্যাদি। এদের সকলের মধ্যে একটি কমন বৈশিষ্ট্য ছিল- আর তা হল সকলেই এ সেক্টরে অবদান রাখতে চায়। কিন্তু আমার কেন যেন মনে হয়, এ সেক্টরে যাদের পক্ষে সবচেয়ে বেশি অবদান রাখা সম্ভব তারা হলেন স্পেশাল শিশুদের প্যারেন্টসরা।
একজন স্পেশাল শিশুর বাবা বা মায়ের চোখে অটিজম যতরকম এঙ্গেলে ধরা দেয়, তারা সবকিছুকে যেভাবে একনলেজ করতে পারে, তা পৃথিবীর অন্য প্রফেশনালদের পক্ষে আদৌ কি সম্ভব? আমার বিশ্বাস অটিজমকে সবচেয়ে পারফেক্টলি অবজার্ভ বা অনুভব করতে পারেন কেবলমাত্র প্যারেন্টসরাই। আমি জানিনা আমার এ মন্তব্যে অন্য প্রফেশনালরা মাইন্ড করবেন কিনা। কিন্তু আমার এরকমটিই মনে হয়। তাই আমি সবসময় ভেবেছি আমার টিমটা প্যারেন্টসদের মধ্যে থেকেই গড়ে তুলবো।
এর অবশ্য আরও কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হলো- আমার দুটি সন্তানই স্পেশাল। সন্তানদের এ বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমাদের লাইফটা যে অনেকটাই অন্যরকম তা একেবারে নিকটাত্মীয়রাও কখনো সেভাবে বুঝতে চায় নি। একটা স্পেশাল নিডস পরিবার হিসেবে কখনো কোনও ব্যাপারে সোসাইটি থেকে এতটুকুও ছাড় পাইনি। তারমানে কি সোসাইটিতে ভাল মানুষ বিলং করে না? অবশ্যই করে, ইনফেক্ট সমাজের অধিকাংশ মানুষই ভাল। কিন্তু সমস্যা হল তারা আমাদের লাইফ বা ফিলিংসগুলোকে বুঝতেই পারেনা। তাই আমি বিশ্বাস করি, আমার সবচেয়ে বেশি দায় হলো স্পেশাল শিশুর পরিবার গুলোর প্রতি। আমি এর বাইরে খুব একটা যেতে চাই না।
আমার টিম, আমার ফিউচার প্ল্যান সবকিছুই স্পেশাল শিশুদের পরিবার কেন্দ্রিক। আমি জানি না এটা আমার ন্যারো মাইন্ডের বহিঃপ্রকাশ কিনা। কিন্তু আমার সীমিত সামর্থটুকু কেবল এ বিশেষ গোষ্ঠীর জন্যেই বরাদ্ধ থাকবে।
আমি চাই, আপনি যদি গ্যাট-পিএসএম‘র সদস্য হয়ে থাকেন, তাহলে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্যারেন্টস হিসেবে আপনি আমার টিমে জয়েন করেন। বিশেষ করে আপনি যদি মনে করেন যে এ শিশুগুলোর জন্য আপনারও কিছু করার সুযোগ রয়েছে তাহলে আপনি আমাদের জানান। আমরা, আপনি যে এংগেল থেকেই কন্ট্রিবিউট করার সামর্থ রাখেন সেখানেই আপনাকে কাজে লাগাব।
আরও একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, অনেক প্যারেন্টস, বিশেষ করে স্পেশাল বেবির মায়েরা, গ্যাট-পিএসএম টিমের সাথে নিজে থেকেই কাজ করবার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। মূলত তাদের আগ্রহের বিষয়টাও আমাদের এমন সিদ্ধান্তে অনেকটাই ভূমিকা রেখেছে। আর এ সব কিছুর মিলিত আউটপুটই হল এই “ওয়ার্ক ফ্রম হোম” ব্যবস্থা। তবে আবারও স্মরণ করিয়ে দিতে ছাই, এটা সকলের জন্য বাধ্যতামূলক নয়। যারা সম্পূর্ণ নিজের ইচ্ছায় গ্যাট-পিএসএম টিম এর সাথে যোগ দিয়ে নিজের বাচ্চার উন্নয়নের পাশাপাশি অন্য বাচ্চাদেরকেও সেবা দিতে আগ্রহী তারাই কেবল ফরমটি পূরণ করবেন।
এ কাজের জন্য একমাত্র যোগ্যতা হলো সেবামূলক মনোভাব। যাদের লক্ষ্য নিজের বেকারত্ব গোছানো বা অর্থ ইনকামের মনোভাব, তাদের জন্য বরং অনেক ধরণের কাজই রয়েছে “ওয়ার্ক ফ্রম হোম” টাইপের। তারা চাইলে ঘরে বসেই নকশি কাঁথা সেলাই করতে পারেন, ছোট বাচ্চাদের, এমনকি প্রাপ্ত বয়স্কদেরও জামা কাপড় সেলাই করতে পারেন, হাঁস-মুরগি-ছাগল-মাছ-সবজি চাষ করতে পারেন, টিউশনি করতে পারেন, কিন্ডারগার্ডেন পার্ট টাইম টিচিং দিতে পারেন … এরকম অনেক কিছুই করতে পারেন।
কিন্তু একজন স্পেশাল চাইল্ডের মা’ই কেবল জানেন আরেকজন স্পেশাল মায়ের স্ট্রাগল আর সংগ্রামটা ঠিক কোথায় কোথায়। আমরা এমন অনেক স্পেশাল মা’কে চিনি, যিনি তার স্পেশাল চাইল্ডের জন্য নিজের প্রতিষ্ঠিত কেরিয়ার বিসর্জন দিয়েছেন। অনেকের টাকা পয়সা, বাড়ি গাড়ি কোন কিছুর অভাব নেই, কিন্তু শুধু মাত্র একটা স্পেশাল বেবির কারণে তাদের পরিবারের এতোটাই ছন্দ পতন যে, মনে হয় যেন তারা বেঁচে থেকেও বেঁচে নেই। বিশেষ করে মা’দের স্ট্রাগলটা সবচেয়ে বেশি। আর সেজন্যেই আমরা দেখি একজন স্পেশাল মা কতোটা মমতা আর আস্থার প্রতীক হয়ে আরেকজন স্পেশাল মায়ের পাশে দাঁড়াতে চান। মূলত সে কারনেও আমরা এ সুযোগটুকু করে দিতে চেয়েছি।
আপনি আপনার নিজের চেষ্টা, গ্যাট-পিএসএম টিম এর সহযোগিতা আর সৃষ্টিকর্তার রহমতে আপনার সন্তানের যে সাকসেস আনবেন, সে অভিজ্ঞতা টুকুই আরেকজন গ্যাট-পিএসএম মেম্বারের সন্তানের ইম্প্রুভমেন্টে কাজে লাগাবেন। এ নেহায়েৎ কোন জব নয়। এ এক রেসপনসিবিলিটি। অথবা তার চেয়েও অধিক, মানব সেবা। একটি পরিবারকে ছন্দ পতনের হাত থেকে রক্ষা করার ব্রত। ধূসর চিত্রকে রঙ্গিনময় করে তুলার প্রয়াস।
সুতরাং আপনার মনোবৃত্তি যদি কেবলমাত্র টাকা ইনকাম না হয়ে, অন্যকে হেল্প করার মানসিকতা লালন করে, তাহলে আপনিও যোগ দিতে পারেন “গ্যাট-পিএসএম’র টিমে। যেহেতু গ্রেটলিফের টার্গেট হলো আগামী দশ বছরে দশ হাজার পরিবারকে গ্যাট-পিএসএম’র সেবার আওতায় এনে অটিজম মুক্ত জীবন দান করা (ইনশাআল্লাহ), সেহেতু এত বড় ধরণের কর্ম যজ্ঞ একটি প্রতিশ্রতিশীল টিম ব্যতীত সম্ভব নয়। আর তাই “গ্যাট-পিএসএম’র ওয়ার্ক ফ্রম হোম” প্রজেক্টটি আমাদের বড় ধরণের হেল্পিং হেন্ড হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
আপনি যদি অলরেডি গ্যাট-পিএসএম‘র সদস্য হয়ে থাকেন, তাহলে খুব সহজেই এই রেজিস্ট্রেশন ফরমটি ফিলাপ করার মাধ্যমে আমাদের টিমে জয়েন করতে পারেন। ফর্ম ফিলাপের পর আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। আপনি আমাদের মার্কেটিং টিমে জয়েন করতে পারেন, কাস্টমার কেয়ার টিমে কাজ করতে পারেন। দায়িত্ব পালন করতে পারেন সাপ্লাইয়ার হিসেবেও। অর্থাৎ আপনি যে রুলে নিজেকে কমফোর্ট ফিল করেন। অথবা যেখানে আপনার বেস্ট রেস্পন্সিবিলিটি পালনের সুযোগ আছে বলে মনে করেন, আপনি আমাদের জানাতে পারেন।
আপনি যদি সুন্দর বাচন ভংগীর অধিকারী হয়ে থাকেন, যদি ধৈর্য নিয়ে মানুষকে শুনা ও সে মোতাবেক সমাধান দেয়ার রেস্পন্সিবিলিটি পালনে নিজেকে ফিট মনে করেন তাহলে এ পদটি চয়েস করতে পারেন। সিনিয়ররা আপনাকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া থেকে শুরু করে সব ধরণের সহযোগিতা করবেন। আপনার শুধু শেখার আগ্রহ ও দায়িত্ব পালনের স্বদিচ্ছাটুকু থাকতে হবে। এ পদে মান্থলি বেসিক অনারিয়াম দশ হাজার টাকা ও টার্গেট এচিভে আলাদা ইনসেনটিভ রয়েছে।
তথ্য প্রদানকারী প্রতিনিধির দায়িত্বটি আমি তাদেরকেই চয়েস করতে এডভাইস করব যারা স্বভাবজাত ভাবে একটু বেশিই স্বাধীনচেতা। অর্থাৎ নিদৃষ্ট টাইম ফ্রেমের ভেতরে না থেকে যখন সুযোগ তখন কাজ করতে চান। যেমন একদিন কাজ করতে মন চাইলোনা, করলেন না। আরেকদিন ইচ্ছেহল তাই বেশি করে কাজ করলেন। এ পদবীতেও সুন্দর বাচন ভংগী ও ধৈর্য থাকাটা প্লাস পয়েন্ট। তবে টিমের সিনিয়র সদস্যরা সব ধরণের সহযোগিতা করবেন। এ পদেও মান্থলি বেসিক অনারিয়াম দশ হাজার টাকা ও টার্গেট এচিভে আলাদা ইনসেনটিভ রয়েছে।
মান্থলি বেসিক অনারিয়াম ২৫ হাজার টাকা। যেসমস্ত রিপ্রেজেন্টেটিভরা ভাল পারফর্ম করবেন তারাই এক্সিকিউটিভ হিসেবে উঠে আসবেন। এক্সিকিউটিভদের কাজ হল রিপ্রেজেন্টেটিভদের হেল্প করা। একজন এক্সিকিউটিভের অধীনে পাঁচ থেকে দশ জন রিপ্রেজেন্টেটিভ থাকবে। এক্সিকিউটিভদেরও টার্গেট এচিভে আলাদা ইনসেনটিভ রয়েছে।
এটা হল তাদের জন্য, যারা গ্যাট-পিএসএম’কে কেন্দ্র করে পার্টনারশিপে বিজনেস করতে চান। অর্থাৎ এ প্রোগ্রাম বাস্তবায়নে আমাদের বিভিন্ন ধরণের টুলস, এক্সেসরিজ, ও অর্গানিক ফুডস এর প্রয়োজন হবে। সেগুলি সরবরাহ করাই হবে মূলত এদের দায়িত্ব।
Disclaimer: GAT-PSM is a holistic parenting and lifestyle development program — not a medical or therapeutic service.
© 2025 greatleafbd.com all rights reserved